আজফার হোসেন: কাজী নজরুল ইসলামের শিল্পসৃষ্টিঃ বৈচিত্র্য ও আন্তর্জাতিকতা

আজফার হোসেন: কাজী নজরুল ইসলামের শিল্পসৃষ্টিঃ বৈচিত্র্য ও আন্তর্জাতিকতা


বইয়ের হাটের প্রথম কর্মশালার আয়োজন করা হয় ২৪ মার্চ ২০১৮ । আটলান্টার জর্জিয়া টেক এ অনুষ্ঠিত এই কর্মশালায় নজরুল ইসলামকে নিয়ে সারাদিনব্যাপী সাহিত্য ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। 

"কাজী নজরুল ইসলামের শিল্পসৃষ্টিঃ বৈচিত্র্য ও আন্তর্জাতিকতা" - শিরোনামে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিশিগান অঙ্গরাজ্যের গ্র‍্যাণ্ডভ্যালি স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আজফার হোসেন। 

নজরুলের কবিতায় আন্তর্জাতিকতাবাদ, প্রকাশ্যে প্রথমবারের মত ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতার ডাক দেবার ঐতিহাসিক কৃতিত্ব, কবিতায় বিদেশী শব্দের ব্যবহার, আন্তর্জাতিকভাবে তাঁর রচনা অনুবাদ না হওয়া ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয় এই আলোচনায়।


|| "কাজী নজরুল ইসলামের শিল্পসৃষ্টিঃ বৈচিত্র্য ও আন্তর্জাতিকতা" - ডঃ আজফার হোসেন (শুরুর বক্তব্য) ||


|| "কাজী নজরুল ইসলামের শিল্পসৃষ্টিঃ বৈচিত্র্য ও আন্তর্জাতিকতা" - ডঃ আজফার হোসেন (পর্ব ০১) ||


|| "কাজী নজরুল ইসলামের শিল্পসৃষ্টিঃ বৈচিত্র্য ও আন্তর্জাতিকতা" - ডঃ আজফার হোসেন (পর্ব ০২) ||


|| "কাজী নজরুল ইসলামের শিল্পসৃষ্টিঃ বৈচিত্র্য ও আন্তর্জাতিকতা" - ডঃ আজফার হোসেন (পর্ব ৩) ||


|| "কাজী নজরুল ইসলামের শিল্পসৃষ্টিঃ বৈচিত্র্য ও আন্তর্জাতিকতা" - ডঃ আজফার হোসেন (পর্ব ০৪) ||


|| "কাজী নজরুল ইসলামের শিল্পসৃষ্টিঃ বৈচিত্র্য ও আন্তর্জাতিকতা" - ডঃ আজফার হোসেন (পর্ব ০৫) ||


|| "কাজী নজরুল ইসলামের শিল্পসৃষ্টিঃ বৈচিত্র্য ও আন্তর্জাতিকতা" - ডঃ আজফার হোসেন (পর্ব ০৬) ||


|| "কাজী নজরুল ইসলামের শিল্পসৃষ্টিঃ বৈচিত্র্য ও আন্তর্জাতিকতা" - ডঃ আজফার হোসেন (শেষ পর্ব) ||


|| "কাজী নজরুল ইসলামের শিল্পসৃষ্টিঃ বৈচিত্র্য ও আন্তর্জাতিকতা" - ডঃ আজফার হোসেন (অনুভূতি পর্ব) ||



|| Azfar Hussain: a collection of videos ||

|| Azfar Hussain: a collection of audio articles ||




তাত্ত্বিক, সমালোচক ও অ্যাক্টিভিস্ট। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ভ্যালি স্টেট ইউনিভার্সিটিতে আন্তঃশাস্ত্রীয় বিদ্যার অধ্যাপক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষাজীবন সম্পন্ন করার পর ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটিতে ইংরেজি ও বিশ্বসাহিত্যে ডক্টরেট করেন। তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশে ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস, নর্থ সাউথ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন স্টেট, বৌলিং গ্রিন স্টেট ও ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্য, বিশ্বসাহিত্য, কালচারাল স্টাডিজ এবং এথনিক স্টাডিজ পড়িয়েছেন। ভাষা, সাহিত্য, সাহিত্যতত্ত্ব, সংস্কৃতি, দর্শন, ইতিহাস, রাজনৈতিক অর্থনীতি এবং রাজনীতি-সংক্রান্ত বিষয়ে বাংলা ও ইংরেজি ভাষায় তাঁর কয়েক শ' প্রবন্ধ ও নিবন্ধ দেশে ও বিদেশে প্রকাশিত হয়েছে। বেশ কয়েকটি ভাষা থেকে তাঁর ইংরেজি অনুবাদও প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক পরিসরে। মার্কিন যুক্তরাষ্ট্রের গ্লোবাল সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ-এর সহ-সভাপতি তিনি। পাশাপাশি বিপ্লবী গণতান্ত্রিক রাজনীতিতে নিজেকে যুক্ত রেখেছেন। তাঁর প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে The Wor(l)d in Question: Essays in Political Economy and Cultural Politics (২০০৮), দর্শনাখ্যান (২০১৯), পাঠ: শব্দ ও নৈঃশব্দ্যের রাজনীতি (২০২২), চিহ্ন ভাসে অবশেষে (২০২৩)।