প্রাঙ্গণেমোর মঞ্চে আনছে নূনা আফরোজের 'অভিনেতা'

প্রাঙ্গণেমোর মঞ্চে আনছে নূনা আফরোজের 'অভিনেতা'

নাট্যদল প্রাঙ্গণেমোর মার্চ  ৮, ২০২৪ তারিখ আন্তর্জাতিক নারী দিবসে মঞ্চে আনছে অনন্ত হিরার রচনায় ও নূনা আফরোজের নির্দেশনায় নাটক 'অভিনেতা'। নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে।




নাট্যদল থেকে জানানো হয়, 'কবি জীবনানন্দ দাশ বলেন, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। একই ভাবনার উত্তরাধিকার সকলেই অভিনেতা, কেউ কেউ শিল্পী। আমাদের 'অভিনেতা' শুধুমাত্র অভিনেতা নয়, বিনোদন কর্মী নয়, সে শিল্পী। সমগ্র পৃথিবীতে বোধকরি আজ পর্যন্ত এমন কোনো নাটক লেখা বা অভিনীত হয়নি যে নাটকে কোনো না কোনোভাবে অন্যায়, সামাজিক অনাচার, অমানবিকতা বা দূর্নীতি এসবের বিরুদ্ধে কথা বলেনি, প্রতিবাদ করেনি। আর সে কারণে নাটক কোনো কালে কোনো দেশেই রাজকীয় বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা তেমন করে পায়নি। যেমনটা পেয়েছে সঙ্গীত, নৃত্যকলা, চিত্রকলা, সাহিত্যের অন্যান্য শাখা-প্রশাখায়।'

নাট্যদলটির মতে, 'আমাদের 'অভিনেতা' শিল্পী এবং শিল্পযোদ্ধা। সে বাঁচে বাংলাদেশে কিন্তু সে লড়াই করে পৃথিবীর সকল বঞ্চিত, নিপীড়িত মানুষের জন্য, মানুষের হয়ে। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো কুসংস্কার, ধর্মান্ধতা, রাষ্ট্রীয় বা সামাজিক অনাচার, অমানবিকতা, অপসংস্কৃতি ও রুচিহীনতার বিরুদ্ধে সে লড়াই করে।'




নাটকটি সম্পর্কে প্রাঙ্গণেমোর জানায়, 'আমাদের 'অভিনেতা' মুক্তিযোদ্ধা। সে তাঁর অস্ত্র জমা দিয়ে সংস্কৃতিকে, থিয়েটারকে একটা অস্ত্র হিসেবে, একটা লড়াই হিসেবে গ্রহণ করে এবং পাঁচ দশক নিরন্তর, নিরবচ্ছিন্নভাবে সে লড়াইতে নিবেদিত থাকে। আমাদের 'অভিনেতা'কে দর্শক ভালোবেসে মঞ্চ মহারাজ বলে ডাকে। কিন্তু হঠাৎ আমাদের 'অভিনেতা' নিখোঁজ হয়ে যায়। কেন নিখোঁজ হয়, কী সে কারণ? সেটা জানাতেই "অভিনেতা" দেখতে প্রেক্ষাগৃহে সকলকে আমন্ত্রণ।'

নূনা আফরোজের এটি নিজের দলের হয়ে ৬ষ্ঠ নির্দেশনা। এর আগে তিনি 'স্বদেশী', 'রক্তকরবী,' 'শেষের কবিতা', 'আমি ও রবীন্দ্রনাথ' এবং 'কৃঞ্চচূড়া দিন' নাটক নির্দেশনা দিয়েছেন। 




আগামী মার্চ মাসের ৮ তারিখ আন্তর্জাতিক নারী দিবসে 'অভিনেতা' নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭:০০ টায়। এরই মাঝে ৩ মার্চ নাটকটির একটি কারিগরি প্রদর্শনী হযে গেছে বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এবং আরও একটি কারিগরি প্রদর্শনী হবে ৭ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে।

'অভিনেতা' নাটকে অভিনয় করছেন অন্তত হিরা, প্রকৃতি শিকদার ও সবুক্তগীন শুভ। নির্দেশনা ছাড়াও এই নাটকের কস্টিউম ডিজাইন করেছেন নূনা আফরোজ। এছাড়া মঞ্চ করেছেন সাজু খাদেম, আলো ঠাণ্ডু রায়হান, সঙ্গীত নীল কামরুল, পোস্টার চারু পিন্টু, কোরিওগ্রাফি প্রকৃতি শিকদার ও রূপসজ্জাকর মোহাম্মদ আলী বাবুল।



ছবিঃ প্রাঙ্গণেমোর