বিপ্লবী ছাত্র মৈত্রী 'র সভাপতি দিলীপ রায়, সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল

বিপ্লবী ছাত্র মৈত্রী 'র সভাপতি দিলীপ রায়, সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল

 


বিপ্লবী ছাত্র মৈত্রী 'র ১৬তম জাতীয় কাউন্সিল সম্পন্ন হয়েছে। ৩০-৩১ মে ২০২৪ দুইদিন ব্যাপী জাতীয় কাউন্সিলের মাধ্যমে সভাপতি দিলীপ রায়, সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল এবং শাকিল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়েছে।

 

উল্লেখ্য, গত ৩০ মে ২০২৪ দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ১৬তম জাতীয় কাউন্সিলের উদ্বোধন ঘোষণা করেন ঐতিহাসিক ১১ দফার অন্যতম প্রণেতা, '৬৯ এর অভ্যুত্থানের অন্যতম সংগঠক কমরেড দীপা দত্ত।

 


উদ্বোধনী সমাবেশ শেষে কাউন্সিল অধিবেশন শুরু হয়। কাউন্সিল অধিবেশনের শুরুতেই শোক প্রস্তাব গৃহীত হয় এবং সংগঠনের রাজনৈতিক রিপোর্ট এবং সাংগঠনিক রিপোর্ট পেশ করা হয়। সারাদেশের প্রতিনিধিবৃন্দ রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং জনগণের গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থা নির্মাণের জন্য বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে কার্যকর ছাত্র আন্দোলন গড়ে তোলার কর্মপরিকল্পনা গ্রহণ করেন।

 

নব-নির্বাচিত কমিটি :

সভাপতি : দিলীপ রায়

সহ-সভাপতি : ফারহা তাহসিন, শুভ মিস্ত্রি

সাধারণ সম্পাদক : জাবির আহমেদ জুবেল

সহ-সাধারণ সম্পাদক : খন্দকার শাহরিয়ার আলিফ

সাংগঠনিক সম্পাদক : শাকিল হোসেন

দপ্তর বিষয়ক সম্পাদক : তৈয়ব ইসলাম

রাজনৈতিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক : সামি আব্দুল্লাহ্

অর্থ বিষয়ক সম্পাদক : নূজিয়া হাসিন রাশা

প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক : জশদ জাকির

সদস্য :

১. সেলিম হাসান

২. ফারিয়া ইসলাম

৩. সরফরাজ সানোয়ার

৪. আবিদ ইসলাম

৫. সোমা ডুমরী

৬. (পরবর্তীতে কো-অপ্ট করা হবে)

৭. (পরবর্তীতে কো-অপ্ট করা হবে)

 

আগামী ১ জুন ২০২৪, শনিবার সকাল ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নবগঠিত কমিটি গণতান্ত্রিক আন্দোলনের শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং শপথ গ্রহণ করবেন।