সিরাজুল ইসলাম চৌধুরী'র ৮৯তম জন্মদিন উপলক্ষে উন্মুক্ত সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সিরাজুল ইসলাম চৌধুরী'র ৮৯তম জন্মদিন উপলক্ষে উন্মুক্ত সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 


দেশবরেণ্য বুদ্ধিজীবী ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী'র ৮৯তম জন্মদিন উপলক্ষে আগামী ২৯ জুন ২০২৪, বিকেল ৪টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এক উন্মুক্ত সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


সভায় অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী 'ফিরে দেখা' নামে একটি আত্মজৈবনিক বক্তব্য দেবেন।

এছাড়া বিশিষ্ট ক'জন তাঁর সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন।

এই সভায় সভাপতিত্ব করবেন এ. এস. এম. কামালউদ্দিন এবং সঞ্চালনা করবেন অধ্যাপক আজফার হোসেন।

আয়োজকদের পক্ষ থেকে এই উন্মুক্ত সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সকলের উপস্থিতি  আন্তরিক ভাবে কামনা করা হয়েছে। 


আয়োজন: অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী'র ৮৯তম জন্মদিন উপলক্ষে উন্মুক্ত সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

স্থান: বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়ত, দোয়েল চত্বর সড়ক, শাহবাগ, ঢাকা।

তারিখ ও সময়: ২৯ জুন ২০২৪, বিকেল ৪টা।