দৃক-এর আয়োজনে আলোচনা 'নিপীড়নের সময়ে প্রকৃত সাংবাদিকতা'

দৃক-এর আয়োজনে আলোচনা 'নিপীড়নের সময়ে প্রকৃত সাংবাদিকতা'

আগামী শুক্রবার (মার্চ ০১, ২০২৪) দৃক আয়োজন করেছে 'নিপীড়নের সময়ে প্রকৃত সাংবাদিকতা' শিরোনামে একটি আলোচনা সভা। 


এ বিষয়ে দৃক তার ফেসবুক পেজে লিখে, 'দৃক পিকচার লাইব্রেরি মনে করে স্বাধীন সাংবাদিকতার বিকাশে কাঠামোগত অন্তরায়গুলো নিয়ে পাবলিক পরিসরে আলাপ/বাহাস গড়ে তোলা জরুরি।

২০২৪ সালে এই প্রসঙ্গে ধারাবাহিক এবং নিয়মতান্ত্রিকভাবে আলোচনা গড়ে তোলার লক্ষ্যে ‘দৃক’ একটা নতুন উদ্যোগ গ্রহণ করেছে, এর ধারাবাহিকতায় প্রথম আলোচনায় ভারতের অন্যতম স্বাধীন সংবাদমাধ্যম ‘দ্য ওয়ায়র্’ (The Wire) এর প্রতিষ্ঠাতা সম্পাদক সিদ্ধার্থ ভারাদারাজন মূল আলোচক হিসেবে যোগ দেবেন। একইসঙ্গে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন নিউ এইজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ-আল মামুন।

আমরা আশা করছি, এই আলোচনার মধ্যে দিয়ে শুধু নিপীড়নমূলক সরকারের অধীনে স্বাধীন সাংবাদিকতা বিকাশের প্রসঙ্গ নয় বরং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ-ভারতের সম্পর্ক নিয়েও প্রশ্ন উত্থাপনের সুযোগ তৈরি হবে।

উল্লেখ্য নির্ধারিত সময়ের ১০ মিনিট পরে গেট বন্ধ করে দেয়া হবে। আগ্রহীদের সময়ানুবর্তী হওয়ার অনুরোধ জানাচ্ছি।'