আলিয়ঁস ফ্রঁসেজে শিল্পী অনিকার ‘হোম’ শীর্ষক প্রদর্শনী

আলিয়ঁস ফ্রঁসেজে শিল্পী অনিকার ‘হোম’ শীর্ষক প্রদর্শনী

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে আগামী শুক্রবার (মার্চ ০১, ২০২৪) সন্ধ্য ৬:০০ টায় হোম (Homeশিরোনামে শিল্পী নাসরিন জাহান অনিকার প্রথম একক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্ভোদন হতে চলেছে।

শিল্পী নাসরিন জাহান অনিকা কিংবদন্তি চিত্রশিল্পী মনিরুল ইসলামের কাজ দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত। তিনি স্নাতকোত্তর সম্পন্ন করেছেন ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ-এর প্রিন্টমেকিং বিভাগ থেকে।




শিল্পী এই প্রদর্শনীর শিল্পকর্মগুলোর মাধ্যমে তাঁর প্রাত্যহিক জীবনের অভ্যাস, রুটিন, ক্লান্তি, নিরাপত্তা এবং বন্দিত্ব উপস্থাপন করেছেন।

তাঁর ছবিগুলোর মধ্যে দৈনন্দিন জীবনে ব্যবহৃত আসবাবপত্র, তৈজসপত্র, গৃহস্থালি স্থাপত্য দেখা যায়।

অনিকা তাঁর স্ব-দৃষ্টিভঙ্গির মাধ্যমে গৃহাভ্যন্তরের জীবনযাত্রাকে সৃজনশীল এবং সমালোচনামূলক ভাবে অন্বেষণ করেছেন। তার ছবিগুলোর দিকে তাকালে অনুধাবন করা যায়, যে সেই দৈনন্দিন জিনিসগুলিও বেশ অদ্ভুত, এবং যদি সেগুলিকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হয়, তবে তারা অপরিচিত ভাবনা এবং বাস্তবতার দিকে নিয়ে যায়।

এই আপাতদৃষ্টিতে সরল জীবনানুষঙ্গিক উপকরণগুলোর সাথে শিল্পী গভীরভাবে একটি আত্মিক সম্পর্ক অনুভব করেন। নির্জনতায় যাপিত জীবনে শিল্পীর কাছে তারা আত্মীয়সম।




কাগজ, ক্যানভাসের পাশাপাশি মাটির পাত্র ও কাঠের কাজের মাধ্যমে শিল্পী তাদের প্রতি তাঁর এই আবেগ ফুটিয়ে তুলেছেন।

প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে মার্চ ১২, ২০২৪ পর্যন্ত।

সোমবার থেকে শনিবার বিকাল ৩:০০ টা থেকে রাত ৯:০০ টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ।


ছবি: প্রেস রিলিজ/আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা